৳ ২২৫ ৳ ১৮০
|
২০% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
হাজার বছর আগে বাংলা নামের দেশের ভেতরে যে বাঙালি জাতির সূচনা সেই জাতিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ও লড়াই করতে হয়েছে দীর্ঘ বছর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ নয় মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে। বাঙালি জাতির গৌরব মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ আমাদের দিয়েছে স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ তাই আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। কিন্তু এই যুদ্ধের ইতিহাস ক্রমে পূর্ণতার দিকে না। এগিয়ে বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে বিভ্রাত্মির শিকার। স্বাধীনতার পর রাজনৈতিক টানাপড়েন এবং তথ্য সংগ্রহে যথাযথ পদক্ষেপের অভাবে দীর্ঘকাল পরেও আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির সামনে স্পষ্ট করতে পারিনি। আমাদের এ প্রয়াসেও যে পূর্ণতা এসেছে তা বলবো না। কেননা শিশু-কিশোরদের উপযোগী করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার কাজটি সহজ নয়। তারপরও ৬৪ জেলার ৬৪ জন লেখক নির্বাচন করে কাজটি সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত। গ্রন্থমালায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট হিসেবে তুলে ধরা হয়েছে-
১. বাঙালি জাতি ও বাংলা নামের দেশ কীভাবে গড়ে উঠেছে,
২. পাকিস্তান প্রতিষ্ঠার পর বাঙালি ভাষা- সংগ্রাম এবং রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতার মধ্য দিয়ে কীভাবে ঐক্যবদ্ধ হয়েছে,
৩. ১৯৭০-এর নির্বাচন ও তারই পরিপ্রেক্ষিতে উত্তাল মার্চের ঘটনাপ্রবাহ এবং ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ,
৪. ২৫ মার্চ ঢাকায় গণহত্যা ও ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কথা। মুক্তিযুদ্ধের সূচনা হিসেবে তুলে ধরা হয়েছে-প্রতিটি জেলা পর্যায়ের সংগ্রামী জনতা, বাঙালি পুলিশ, ইপিআর ও সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা। সরকার গঠনের মধ্য দিয়ে বাঙালি মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা পেয়ে যায়। আর মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্যে অনেকেই কীভাবে নিজস্ব এলাকায় অবস্থান করে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আবার অনেকেই পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে কীভাবে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন-এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
Title | : | মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস : কুষ্টিয়া জেলা |
Author | : | সোহেল আমিন বাবু |
Publisher | : | তাম্রলিপি |
ISBN | : | 9847009604300 |
Edition | : | 1st Published, 2027 |
Number of Pages | : | 143 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
সোহেল আমিন বাবু। পিতাঃ প্রয়াত আমিন উদ্দিন বিশ্বাস, মাতা: প্রয়াত রোকেয়া বেগম। জন্ম: একত্রিশে ডিসেম্বর ১৯৬৫, বড়ুরিয়া, কুমারখালী, কুষ্টিয়া। লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ পাশ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ: প্রেমাটিয়া (উপন্যাস-১৯৯৭), কাঙাল হরিনাথ মজুমদার (কিশোর জীবনী-২০১৩), গগন হরকরা আমি কোথায় পাবো তারে (গবেষণাগ্রন্থ-২০২৩)। প্রকাশিত গ্রন্থ ত্রিশটি। পুরস্কার : অগ্রণী ব্যাংক- শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪২০ বঙ্গাব্দ, শিলাইদহ রবীন্দ্র পরিষদ প্রদত্ত, রবীন্দ্র পদক-২০০০, কুমারখালী পাবলিক লাইব্রেরি গুণিজন সম্মাননা ২০০৫, কুষ্টিয়ার মুক্তচেন শিশুসাহিত্য সম্মাননা ২০১৮ সহ আরও কয়েকটি সম্মাননা ও পুরস্কার।
If you found any incorrect information please report us